মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশির পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২, ০০:২৩

ছবি: সংগৃহীত
বান্দরবানের তুমব্রুতে মিয়ানমার সীমান্তে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণের ঘটনায় মো. আব্দুল কাদের (৫০) নামে বাংলাদেশি এক কৃষকের পা বিচ্ছিন্ন হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত কৃষক নাইক্ষ্যংছড়ি উপজেলার চেরারকুল ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্য মোহাম্মদ রিপন কৃষক কাদেরের আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, রাত ৮টার দিকে আহত কৃষককে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তার সাথে থাকা মোহাম্মদ হোসাইন জানান, সীমান্ত এলাকায় গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণের শিকার হয় কাদের। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার তারেকুল ইসলাম জানান, কাদেরের ডান পায়ের হাঁটু পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। চোখেও মারাত্মক আঘাত পেয়েছেন। তাছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত পাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।