খাগড়াছড়িতে জেলা পরিষদের নির্মাণাধীন ভবন ধস, নিহত ১

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২২, ১৬:৫৩

খাগড়াছড়ি জেলার মানচিত্র। ফাইল ছবি
খাগড়াছড়িতে জেলা পরিষদের নির্মাণাধীন ভবন ধসে এক শ্রমিকের মৃত্যু ও চারজন আহত হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ভবনে আরো দুইজন আটকা আছে।
আজ শনিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিসের এডিশনাল কর্মকর্তা রাজেস বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে জেলা পরিষদের চারতলা নতুন ভবনের নিচতলায় পার্কিংশেডের একাংশ বিকট শব্দে ধসে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত হন। এসময় শেডের নিচে চাপা পড়ে আহত হন অন্তত চারজন। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।