কক্সবাজার কটেজ জোনে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ১৮:০৩

অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরের কলাতলীর কটেজ জোনে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।
আজ বুধবার (১২ অক্টোবর) দুপুর থেকে এ অভিযান শুরু হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ জানান, সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীত পাশে গণপূর্ত বিভাগের পাঁচ একর জমি জুড়ে শতাধিক কটেজ স্থাপন করা হয়েছে। এসব কটেজ পুরোটাই অবৈধ। দীর্ঘদিন ধরে আইনি প্রক্রিয়ার বেড়াজালে এখানে অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। যার মধ্যে দুই একর জমি আদালতের রায় অনুসারে সৈকত বহুমুখী সমবায় সমিতির। এ জমি সরকারকে টাকা দিয়ে রেজিস্ট্রার করা হয়নি। অপর তিন একর পুরোটাই গণর্পূত বিভাগের।
তিনি আরো জানান, বর্তমানে এই কটেজ জোনে সরকারি জমিতে অবৈধভাবে প্রায় ১২টির মতো স্থাপনা নির্মাণ চলছে। এসব স্থাপনার একটিরও অনুমতি নেই। প্রথম পর্যায়ে এ ১২টি স্থাপনা উচ্ছেদ করা হবে। পর্যাক্রমে পুরো এলাকা দখল মুক্ত করা হবে।