Logo
×

Follow Us

জেলার খবর

শয়নকক্ষে বস্ত্রহীন অবস্থায় পড়েছিল যুবলীগ নেতার মরদেহ

Icon

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ১৭:২২

 শয়নকক্ষে বস্ত্রহীন অবস্থায় পড়েছিল যুবলীগ নেতার মরদেহ

নেত্রকোণা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য তৌফিকুল ইসলাম খান টিটু (৪৫)। ছবি: সংগৃহীত।

নেত্রকোণায় শয়নকক্ষ থেকে বস্ত্রহীন অবস্থায় তৌফিকুল ইসলাম খান টিটু (৪৫) নামে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের আরামবাগ এলাকায় একটি ভবনের চারতলায় এ ঘটনা ঘটে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জানা যায়, তৌফিকুল ইসলাম খান টিটু জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও প্রথম শ্রেণির ঠিকাদার ছিলেন। তার গ্রামের বাড়ি সদর উপজেলার মেদনী ইউনিয়নের বাহিরচাপড়া নয়াপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত শামছুল ইসলাম খানের ছেলে। 

তৌফিকুল ইসলাম খান টিটু শহরের আরামবাগ এলাকায় একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার ৬ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। এ ছাড়া স্ত্রী লাবণ্য আক্তার বর্তমানে অন্তঃসত্ত্বা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে টিটুর স্ত্রী সন্তানকে নিয়ে শেরপুরে বাবার বাড়িতে রয়েছেন। এরই মধ্যে গতকাল বুধবার দুপুরে ব্যবসায়িক কাজ শেষে শহরের আরামবাগের বাসায় ফেরেন টিটু। কিন্তু সন্ধ্যা থেকে তাকে মুঠোফোনে না পেয়ে বন্ধু ও স্বজনরা রাত ৮টার দিকে বাসায় এসে দেখেন দরজা খোলা ও সে বস্ত্রহীন অবস্থায় বিছানায় পড়ে আছেন। পরে খবর পেয়ে পুলিশ এসে রাত সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।  

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, রাতে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে আজ বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

টিটুর শয়নকক্ষে থাকা কিছু সিগারেটসহ ওই ভবনের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫