গাইবান্ধায় ভোট জালিয়াতির অভিযোগে যুবক কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ১৯:১০

প্রতীকী ছবি
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে সুজন মিয়া নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।
সাঘাটা থানার ইন্সপেক্টর (তদন্ত) রজব আলী জানান, গতকাল বুধবার গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন চলাকালে পদুমশহর ইউনিয়নের সন্নাসদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অনধিকার চর্চা করেন সুজন মিয়া। কেন্দ্রের বাইরে থেকে ভোটার ধরে এনে আঙুলের ছাপ নিয়ে নিজেই মন মতো মার্কায় ভোট মারতে থাকেন তিনি। এতে বাধা দেয়ায় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাজেদুল ইসলামের সাথে তর্কে জড়ান সুজন মিয়া। এসময় তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
সুজন মিয়ার বাড়ি সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের টেপা পদুমশহর গ্রামে। তিনি ওই গ্রামের শাহিদুল ইসলামের ছেলে। তিনি কোনো রাজনৈতিক দলের পদে নেই বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় বুধবার রাতে প্রিসাইডিং অফিসার মাজেদুল ইসলাম বাদী হয়ে কেন্দ্রে অনধিকার প্রবেশ, জাল ভোট দেয়াসহ কয়েকটি অভিযোগে সুজন মিয়ার নামে সাঘাটা থানায় মামলা করেন।
তিনি আরো জানান, মামলায় ১৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে সুজন মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে সাঘাটার বিচারিক হাকিমের আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক ফারুক হোসেন সুজন মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ১২ অক্টোবর বুধবার সকাল ৮টায় ভোট শুরু হয়। এর পর থেকে বিভিন্ন কেন্দ্রে ব্যাপক অনিয়ম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার দৃশ্য ধরা পড়ে নির্বাচন ভবনে স্থাপন করা সিসিটিভি ক্যামেরায়। এরকম ঘটনায় নির্ধারিত সময়ের আগেই ভোট বন্ধ করে দেন নির্বাচন কমিশন।