Logo
×

Follow Us

জেলার খবর

ওয়ার্কশপের আড়ালে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা, আটক ৩

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ২৩:২৮

ওয়ার্কশপের আড়ালে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা, আটক ৩

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ তৈরির সরঞ্জাম। ছবি: যশোর প্রতিনিধি

যশোর শহরের রাঙ্গমাটি গ্যারেজ এলাকায় ওয়ার্কশপের আড়ালে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে ডিবি পুলিশ। এসময় সেখান থেকে ৫টি নাইন এমএম পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৮টি ম্যাগজিনসহ তিনজনকে আটক করা হয়।

আটক তিনজন হলেন- সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে দোকান মালিক আব্দুল কুদ্দুস (৪২), একই গ্রামের ফারুক হোসেনের ছেলে সুমন হোসেন (২০) এবং শহরের বেজপাড়া এলাকার এলাহী বক্সের ছেলে আজিজুল ইসলাম (৪০)।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং নামের ওই ওয়ার্কশপে অভিযান চালায় ডিবি পুলিশ।

ডিবি পুলিশের জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওই ওয়ার্কশপে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির প্রমাণ পাওয়া যায়। এরপর সেখান থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার বলেন, বিষয়টি নিয়ে আমরা আরো তদন্ত করবো। এই ভাবে আরো অস্ত্র তৈরি হয়েছিল কিনা বা এর সাথে আরো কারা জড়িত তা তদন্ত করে দেখবো।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও সরঞ্জামসহ আটক ৩ জন। ছবি: যশোর প্রতিনিধি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫