
এসি বাস থেকে ইয়াবাসহ আটককৃতরা। ছবি: কক্সবাজার প্রতিনিধি
এসি বাস সেন্টমার্টিন হেরিটেজ পরিবহনের লাক্সারিয়াস স্লিপার কোচে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ বাসের ড্রাইভার এবং হেলপারকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১২ টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে যাওয়ার ঢাকাগামী বাসটিতে রামু পানিরছড়া এরশাদ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- বাসের চালক নারায়ণগঞ্জের রুপগঞ্জের মো. আলীর পুত্র শুকুর আলী (৪৫), এবং তার সহযোগী টেকনাফের বরইতলীর আবুল কাশেমের পুত্র রফিক (৩০)।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী বিলাসবহুল বাসে চালক এবং হেলপারের যোগসাজশে প্রতিনিয়ত ইয়াবা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার হয়ে আসছে। বৃহস্পতিবার রাতে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতদের পরবর্তী পদক্ষেপ শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানান ডিবির ওসি সাইফুল আলম।