Logo
×

Follow Us

জেলার খবর

মা ইলিশ ধরায় ১৯ জেলের কারাদণ্ড

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ১৭:৩০

মা ইলিশ ধরায় ১৯ জেলের কারাদণ্ড

আটককৃত জেলেরা। ছবি: সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালীতে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ১৯ জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত ৷

আজ শনিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে ১৯ জেলেকে একমাস করে  বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন। 

এসময় তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৩ কেজি মা ইলিশ জব্দ করা হয়৷ পরে আটককৃত জাল জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয় এবং মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। 

আটককৃতরা হলেন, উপজেলার স্হলচলের মো. শাহাদত হোসেন (৫৫), মো. মুসা (২২), মো. সলেমান হোসেন (৩৫), মো.সবুর (১৮), লাঙ্গলমুড়া চরের মো.হাসান (১৮), আলী আকবর (৪০), মো.পারভেজ (২২), চালুহারা গ্রামের মোকাদ্দেস (৪২), চানপুর গ্রামের মো.আমির (৩০), মো.জুয়েক খাঁ (৩০), দিলুয়া গ্রামের মো.আশরাফুল (২৫), চরবাউশা গ্রামের আওয়াল মন্ডল (৩৫), মো.বাবু (৪০), মো.সবুজ (২৪), মো.হাফিজুল ইসলাম( ২০), ইয়াকুব আলী (৪০), মো.আবুল হোসেন (৫০), নাগরপুরের মো.মনিরুল (৩৫), মো.সেলিম (৩০)।

অভিযানে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক, মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মো. আব্দুর রউফ, সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, চৌহালী থানা পুলিশ, নৌ পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫