Logo
×

Follow Us

জেলার খবর

‘লাঠির জবাব লাঠির মাধ্যমেই দেওয়া হবে’

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ১৫:৪৩

‘লাঠির জবাব লাঠির মাধ্যমেই দেওয়া হবে’

জেলা বিএনপির নবগঠিত পরিচিতি সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, চলমান এ আন্দোলন জনগণের আন্দোলন। লাঠির জবাব লাঠির মাধ্যমেই দেওয়া হবে। 

আজ রবিবার (১৬ অক্টোবর) দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির নবগঠিত পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, হত্যা, রক্ত ঝরানো ও গ্রেপ্তার সকল দেশের ফ্যাসিবাদী শাসনের বিশেষ বৈশিষ্ট্য। যে আন্দোলন শুরু হয়েছে তা এখন বিএনপির হাতে নেই, এ আন্দোলন ছড়িয়ে গেছে দেশের সকল শ্রেণিপেশার মানুষের মাঝে। তারা ফ্যাসিস্ট এ সরকারের পতন চায়। এবারের আন্দোলনে তাদের পতন হবেই। 

নিতাই রায় বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। পার্লামেন্ট ভেঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। রাজপথই আমাদের ফয়সালার জায়গা।

এতে বক্তব্য রাখেন- জেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সহ-সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুজ্জামান পপ্পু, সদর থানা বিএনপির সভাপতি কামাল আযাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। 

এসময় জেলা বিএনপির ১৫১ বিশিষ্ট কমিটির সকল সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫