Logo
×

Follow Us

জেলার খবর

বেনাপোলে বিদেশি অস্ত্র-গুলিসহ আটক ১

Icon

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ১৩:০৯

বেনাপোলে বিদেশি অস্ত্র-গুলিসহ আটক ১

বেনাপোলে অস্ত্রসহ আটক আসামি জহুরুল বিশ্বাস। ছবি: প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে একটি বিদেশি (নাইনএমএম) পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ জহুরুল বিশ্বাস (৩০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা ।

আজ সোমবার (১৭ অক্টোবর) ভোরে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক জহিরুল ওই গ্রামের মৃত হাসান আলী বিশ্বাসের ছেলে। সে একজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী।

বিজিবি জানায়, গোপন খবরে বেনাপোল সীমান্তের পুটখালীর কামারবাড়ী মোড় নামক পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, সীমান্তের পুটখালীতে বিদেশি অস্ত্র-গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫