Logo
×

Follow Us

জেলার খবর

ঝিনাইদহে আমেনা খাতুন কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ০৯:১৩

ঝিনাইদহে আমেনা খাতুন কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

নারিকেলবাড়ীয়া আমেনা খাতুন কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধনের সময় তোলা ছবি। ছবি: প্রতিবেদক

ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া আমেনা খাতুন কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে ভবনের উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

এসময় কলেজের অধ্যক্ষ মহিদুজ্জামান, সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুক,কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, উপাধ্যক্ষ আব্দুস সালাম, ঘোড়াশাল ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন, জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু, ফুরসন্ধি ইউনিয়নের চেয়ারম্যান শিকদার শহিদুল ইসলাম, সমাজ সেবক মমিনুল ইসলাম মানিক ও ইউনুছ আলীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অতিথিরা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং প্রতিষ্ঠানের উন্নয়নের ধারা অব্যাহত রাখার ঘোষণা দেন।

এদিন বিকেলে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের দরিগোবিন্দপুর নির্মাণাধীন কেন্দ্রীয় জামে মসজিদে আর্থিক অনুদান প্রদান করেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫