Logo
×

Follow Us

জেলার খবর

ঘূর্ণিঝড় সিত্রাং: ভোলায় নৌ যোগাযোগ বন্ধ

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ১০:২৫

ঘূর্ণিঝড় সিত্রাং: ভোলায় নৌ যোগাযোগ বন্ধ

ভোলায় নৌ-যোগাযোগ বন্ধ। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনিদির্ষ্টকালের জন্য ভোলার অভ্যন্তরীণ রুটের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিটিএ। 

গতকাল রবিবার (২৩ অক্টোবর) রাত ৯টায় শুধু অভ্যন্তরীণ রুটে এবং আজ সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে দুর পাল্লার রুটেও নৌ যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরমধ্যে ভোলা-ঢাকা, ভোলা-লক্ষ্মীপুর, ভোলা-আলেকজেন্ডার ও ভোলা-পটুয়াখালী রুট রয়েছে। 

বিআইডব্লিউটিএ এ তথ্য নিশ্চিত করেছেন। 

সূত্র জানায়, বিআইডব্লিউটিএয়ের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবত থাকবে। এদিকে সকাল থেকে জেলায় ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঘণ্টায় বাতাসের গতিবেগ ১০ নটিক্যাল মাইল বেগে প্রবাহিত হচ্ছে। উপকূলের নদী উত্তাল থাকলেও এখনো বিপদসীমা অতিক্রম করেনি।

এদিকে দুর্যোগ মোকাবিলায় জেলার ৭৪৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। খোলা হয়েছে আটটি কন্ট্রোল রুম । প্রস্তুত রাখা হয়েছে ১৩ হাজার ৬৬০জন সেচ্ছাসেবীকে। এছাড়াও ৭০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ভোলার জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী জানিয়েছেন দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫