
প্রতীকী ছবি
নড়াইলের লোহাগড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বেলটিয়া গ্রামের সাফায়েত মোল্লার ছেলে রিফাত মোল্লা (২০) ও কুবাদ মোল্লার ছেলে হাবিবুর রহমানকে (১৯) আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার (২৬ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাত ৮টার দিকে অষ্টম শ্রেণির ছাত্রী তাদের ঘর থেকে চাচতো ভাইকে পাশের বাড়িতে এগিয়ে দিতে যায়। সেখান থেকে ফেরার পথে বাড়ির পাশে নির্জন স্থানে ধরে নিয়ে যায় বেলটিয়া গ্রামের রিফাত ও হাবিবুর। এসময় হাবিবুরের সহযোগিতায় রিফাত তাকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। স্কুলছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে এলে রিফাত পালিয়ে যায়। এসময় জনতা হাবিবুরকে ধরে পুলিশে দেন। ওই রাতে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত রিফাতকে আটক করে পুলিশ।
লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন বলেন, মূল অভিযুক্তসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।