Logo
×

Follow Us

জেলার খবর

রাঙ্গামাটিতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ১৮:৩৫

রাঙ্গামাটিতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি

সারা দেশের মতো পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি বছরে এ পর্যন্ত ২৭ জন ডেঙ্গু রোগী রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। ২০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

আজ রবিবার (৩০ অক্টোবর) বিকেল পর্যন্ত হাসপাতালে মোট সাতজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর আগে ২০১৯ সালে রাঙ্গামাটিতে ৩৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গিয়েছিল।

জেলা শহরের শরীয়তপুর এলাকার বাসিন্দা ফাতেমা বেগম জানান, গত ছয়দিন ধরে আমি অসুস্থ, তিনদিন বাসায় ছিলাম, তিনদিন ধরে হাসপাতালে আছি। গতকাল থেকে আমার মেয়েও সংক্রামিত হয়ে হাসপাতালে ভর্তি আছে। আমি আর আমার মেয়েসহ আমাদের পাশাপাশি নয়জন এই পর্যন্ত আক্রান্ত হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত আনসার ব্যাটালিয়নের সদস্য মো. নূর আলম জানান, গত ২৫ অক্টোবর থেকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি আছি। দু-তিনদিন আগে ডেঙ্গু ধরা পড়েছে। তবে এখন জ্বর না থাকায় শরীর মোটামুটি ভালো আছে। 

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা (আরএমও) ডা. শওকত আকবর জানিয়েছেন, হাসপাতালে ২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ২০ জন পুরুষ ও ৭ জন নারী। তবে বাহির থেকে আসা লোকজনই বেশিরভাগ আক্রান্ত হয়েছেন, স্থানীয়ভাবে এতটা বেশি প্রভাব নেই। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫