Logo
×

Follow Us

জেলার খবর

নোয়াখালীতে ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৪

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২২, ১৩:৪৪

নোয়াখালীতে ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৪

বেগমগঞ্জ মডেল থানা। ফাইল ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে ১ হাজার ৩০০ পিস ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ চারজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  

গতকাল মঙ্গলবার (১ নভেম্বর) দিবাগত রাত ১ টার দিকে নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপজেলার ১১নং দুর্গাপুর ইউনিয়নে নোয়াখালী-ফেনী মহাসড়কের সুরের পুল এলাকায় হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৩২৮) বাসে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন, কক্সবাজার ঠ্যাংখালি ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রহিম উল্লাহ (৭০), একই ক্যাম্পের বাসিন্দা রুকিয়া বেগম (৫৫), বেগমগঞ্জ উপজেলার চৈতন্য বাড়ির আহসান উল্লার ছেলে জাবেদ হোসেন (৩০) ও লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার পশ্চিম লতিফপুর এলাকার মৃত মনসুর আহমদের ছেলে আবুল কালাম জহির ওরফে ল্যাংড়া জহির (৪৫)।

পুলিশ জানায়, মঙ্গলবার তথ্য প্রযুক্তির সহযোগিতায় দুই রোহিঙ্গাসহ চার মাদক কারবারিকে জেলা মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আটক করে। পরে আটককৃতদের বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা দীর্ঘ দিন ধরে রোহিঙ্গাদের মাধ্যমে কক্সবাজার থেকে পাইকারি ভাবে ইয়াবা ক্রয় করে এখানে এনে বিভিন্ন মাদক কারবারির কাছে বিক্রি করত।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

তিনি বলেন, আসামিদের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫