কাট্টলী বিলে স্পিডবোট দুর্ঘটনায় ২ এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২, ১৭:৪৬

বালুবাহী বোটের সাথে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত স্পিডবোট। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটির লংগদু উপজেলার কাট্টলী বিলে একটি স্পিডবোট ডুবে দুইজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বোটচালক ছাড়াও আরো ছয়জন যাত্রী আহত হয়েছেন।
আজ শুক্রবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিখোঁজ দুইজন হলেন- এলোমিনা চাকমা (২০) ও রিটন চাকমা (২০)। তারা দুইজনই বাঘাইছড়ি উপজেলার শিজক কলেজের অধীন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানিয়েছেন, শুক্রবার দুপুরে দূরছড়িবাজার থেকে আটজন যাত্রী নিয়ে রাঙ্গামাটিগামী একটি স্পিডবোট লংগদু উপজেলার কাট্টলী বিলে কাট্টলী টাওয়ারের আগে বালুবাহী একটি বোটের সাথে সংঘর্ষ হয়। এ ঘটনায় স্পিডবোটের দুইজন যাত্রী নিখোঁজ রয়েছেন।
আহত ছয় যাত্রীকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। বোটচালকও আহত হয়েছেন। নিখোঁজ দুইজনকে উদ্ধারে তৎপরতা চলছে বলে জানিয়েছেন ওসি আরিফুল।