নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে সমাবেশের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২, ২২:০৩

সমাবেশের মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে কনসার্ট। ছবি: বরিশাল প্রতিনিধি
রাত পোহালেই বরিশালে বিএনপির গণসমাবেশে। এরমধ্যে বরিশালের বেলস পার্ক (বঙ্গবন্ধু) উদ্যান নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে উঠেছে। অনেক নেতাকর্মী সমাবেশের দুই দিন আগেই সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন। রাতে মাঠেই বিছানা পেতে ঘুমিয়েছেন তারা।
বরিশাল তথা দক্ষিণাঞ্চলের সকল রুটের বাস, লঞ্চ, তিন চাকার যানবাহন, নৌকা, ট্রলার বন্ধ করে দেয়ার পরও নেতাকর্মীদের ঢল পরেছে বরিশালের দিকে।
এদিকে গণসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে রাতে সমাবেশের মঞ্চেই অনুষ্ঠিত হয়েছে কনসার্ট। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন জাসাসের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছে বিএনপির নেতাকর্মীরা।
এ বিষয়ে মাঠে আসা পিরোজপুরের উজ্জল বলেন, বৃহস্পতিবার দুপুরে সমাবেশস্থলে এসেছি। রাতে অনেক কষ্ট করে শীতের মধ্যে এক যায়গায় অনেকে জড় হয়ে ঘুমিয়েছি। কিন্তু আজ অনেক ভালো লাগছে। গান শুনছি, নাচ দেখছি। সব কষ্ট দূর হয়ে গেছে।
এদিকে গান শুনে অনেক কর্মীকেই নাচতে দেখা গেছে। তারা নিজের মত করে আনন্দ করছে। মঞ্চ প্রায় প্রস্তুত সমাবেশের জন্য। টানানো হয়েছে ব্যানারও। ইতোমধ্যে সমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বরিশালে এসে পৌঁছেছেন।