Logo
×

Follow Us

জেলার খবর

পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২, ১৫:৫৬

পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

কালাম হোসেন। ছবি: সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (৪ নভেম্বর) রাতে পাটকেলঘাটা থানার নোয়াকাটি গ্রামে এ ঘটনা ঘটে। 

ঘটনার পর অভিযুক্ত কালাম হোসেনকে (২৪) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। সে তালা উপজেলার নোয়াকাটি গ্রামের তকিমউদ্দীন সরদারের ছেলে। 

এদিকে ঘটনার সুষ্ঠ বিচারের দাবিতে পাটকেলঘাটা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পিতা।

মামলা সূত্রে জানা গেছে, স্কুলে যাওয়া আসার পথে তার মেয়েকে প্রায় উত্যক্ত করত কালাম। এ নিয়ে বহুবার আসামির পরিবারকে জানালেও কোনো ব্যবস্থা করেননি তারা। 

এর আগে, গত ৫ অক্টোবর রাতে ভুক্তভোগী বাড়ির পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে ওই সময় ধর্ষণ করে জীবন নাশের হুমকি দিয়ে পালিয়ে যান কালাম। শুক্রবার রাতে একই স্থানে পুনরায় ভুক্তভোগীকে ধর্ষণ করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। 

পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন রায় বলেন, ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫