ফখরুল সাহেব, খেলতে চান! তো খেলা হবে: কাদের

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২, ১৭:৩৭

সম্মেলনে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: কুমিল্লা প্রতিনিধি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল সাহেব, খেলা খেলতে চান! তো খেলা হবে। রাজপথে খেলা হবে, নির্বাচনে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে।
আজ শনিবার (৫ নভেম্বর) বেলা ১২ টার দিকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রথমবার সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সমাবেশের নামে লাঠিতে পতাকা লাগিয়ে পতাকাকে অপমান করবেন? তা হবে না। মানুষ প্রতিহত করবে।
তিনি বলেন, বিএনপি বলছে রংপুর, চট্টগ্রাম এখানে-সেখানে মানুষের ঢল নেমেছে। আমি তাদেরকে বলবো, চার দিন আগে কাঁথা-বালিশ নিয়ে উপস্থিত হওয়া দেখার চেয়ে কুমিল্লায় আসেন। কুমিল্লায় সভাস্থলে যা আছে তার বাইরে আরো তিন গুণ আছে।
তিনি আরো বলেন, দুর্নীতির টাকার মুচলেকা দিয়ে তিনি (তারেক রহমান) লন্ডন পাড়ি দিয়েছেন। বাংলার মানুষ এখন আর খুনি, দুর্নীতিবাজ আর অপরাধীদের ক্ষমতায় দেখতে চায় না।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি ৫ বিলিয়ন ডলার বিদ্যুৎ রেখে গিয়েছিল, সেই বিএনপির মুখে রিজার্ভের কথা মানায় না। যে বিএনপি বিদ্যুতের নামে খাম্বা দিয়েছিল, সে বিএনপির মুখে বিদ্যুতের কথা মানায় না।
১৫ আগস্টের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান উল্লেখ করে তিনি বলেন, কুমিল্লার কুসন্তান খন্দকার মোশাররফের নির্দেশনায় সে জাতির জনকের খুনে সহযোগিতা করেছে। আর তারই দল বিএনপি। আমি বলতে চাই, দেশে একটি মহা-দুর্যোগ টিকে আছে। সেটি হলো বিএনপি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে আবারও ভোট চুরি করবে, খুন করবে। গণতন্ত্র হরণ করবে এই বিএনপি। বিএনপির সঙ্গে জনগণ নেই। যতই নাচানাচি করেন, লাফালাফি করেন। দুবাই থেকে টাকা আসে, খোঁজ পেয়েছি। ব্যবস্থা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে, তারা যত চেঁচামেচিই করুক, যত সমাবেশ করুক, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বিজয়ী হবে।
প্রথমবার অনুষ্ঠিত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক এই সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দীন বাহার।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এছাড়া আরো বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুর সবুর এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাত।
সম্মেলনে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন সদর আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।