কুমিল্লা মহানগরে ফের সভাপতি বাহার, সম্পাদক রিফাত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২, ১৮:০৫

আকম বাহাউদ্দীন বাহার ও আরফানুল হক রিফাত। ছবি: কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আবারো আকম বাহাউদ্দীন বাহারকে সভাপতি ও আরফানুল হক রিফাতকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তাদেরকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আজ শনিবার (৫ নভেম্বর) দুপুরে কুমিল্লার টাউন হল মাঠে আয়োজিত সম্মেলনে কাউন্সিলরদের প্রস্তাবে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
এর আগে, বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে সভাপতিত্ব করেছেন সংসদ সদস্য আকম বাহাউদ্দীন বাহার।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন।
প্রসঙ্গত, আকম বাহাউদ্দীন বাহার কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য এবং আরফানুল হক রিফাত কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র।