ঝিনাইদহে ৪১ লাখ টাকার স্বর্ণেরবারসহ চোরাকারবারি আটক

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ২২:০১

স্বর্ণেরবারসহ আটককৃত সুমন মন্ডল। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ৪১ লাখ ২২ হাজার টাকা মূল্যে ৫টি স্বর্ণেরবারসহ এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
আজ রবিবার (৬ নভেম্বর) বিকেলে জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় বিওপির গুড়দাহ বাজার থেকে আটক করা হয়।
আটককৃত সুমন মন্ডল (২৩) ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জিন্নাহ নগর কাজীরবেড় উত্তর পাড়ার হামিদুল মন্ডলের ছেলে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর থানার গুড়দাহ বাজারে অপারেশন পরিচালনা করা হয়। এসময় চোরাচালানকৃত ৫টি স্বর্ণেরবারসহ সুমন মন্ডলকে আটক করা হয়।
তিনি আরো জানান, আসামির পরা স্যান্ডেলের ডান পায়ের তালুর নিচ থেকে কালো কসটেপ দিয়ে মোড়ানো ২টি এবং বাম পায়ের তালুর নিচ থেকে খাকি কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩টিসহ বার জব্দ করা হয়। বর্তমান এর বাজার মূল্য প্রায় ৪১ লাখ ২২ হাজার ৪২২ টাকা। এসময় আসামির ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃত আসামি ও স্বর্ণেরবার মহেশপুর থানায় প্রদান করা হয়েছে।