
জব্দ করা স্বর্ণের বার। ছবি: বেনাপোল প্রতিনিধি
ভারতে পাচারের সময় যশোরের শার্শার গোড়পাড়া এলাকা থেকে ৬২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে গোড়পাড়া ফাঁড়ির পুলিশ সদস্যরা। আজ সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যার দিকে গোড়পাড়ার আমতলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটক দুই ব্যক্তি হলেন- নাইম হোসেন (৪০) ও আজহারুল ইসলাম(৩৫)। উভয়ের বাড়ি শার্শা উপজেলায়।
নাভারন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, গোড়পাড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে। পরে পুলিশের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে দুই পাচারকারীকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে ৬২টি স্বর্ণের বার জব্দ করা হয়।
জব্দ করা স্বর্ণের ওজন ৭ কেজি ২৫ গ্রাম। যার বাজার মূল্য আনুমানিক ৫ কোটি ৩৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।