
আটককৃত মো. সাব্বির রাব্বী। ছবি: নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে ভুয়া সনদ দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করতে গিয়ে এক তরুণ আটক হয়েছেন।
আটককৃত মো. সাব্বির রাব্বী (২১) সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ঘোষকামতা গ্রামের মো. মিজানের ছেলে।
আজ রবিবার (১৩ নভেম্বর) দুপুরে জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অভিযুক্ত তরুণকে আটক করা হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, খবর পেয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আটককৃত তরুণকে থানায় নিয়ে আসা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা রাব্বী তার জাতীয় পরিচয়পত্রে মায়ের নাম সংশোধনের আবেদন করে। রবিবার দুপুর ১২টার দিকে ওই তরুণ আবেদনের শুনানিতে জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। সেখানে সে সংশোধনের জন্য প্রমাণ হিসেবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার একটি সনদ পেশ করে। তাৎক্ষণিক অনলাইনে সনদপত্রটি যাচাই করলে দেখা যায় সনদটি ভুয়া।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, জাল সনদপত্রটি ধরা পড়ার পর আবেদনকারী জালিয়াতির বিষয়টি স্বীকার করেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এর আগে, অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ওসি আনোয়ারুল ইসলাম আরো বলেন, এখনো লিখিত অভিযোগ পায়নি। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।