আ.লীগের সম্মেলনে দুগ্রুপের সংঘর্ষ, আহত ২০

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ১৬:১৪

বসার চেয়ার হাতে নিয়ে নিজেদের রক্ষা করেন নেতারা। ছবি: সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র হয়েছে। এসময় ২০জন আহত হয়েছেন।
আজ সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার বিএডিসি মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই ঘণ্টা পরে আবারো সম্মেলন শুরু হয়।
পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাবেক পৌর মেয়র মোশারফ মিয়ার নেতৃত্বে সম্মেলন শুরু হলে বিক্ষোভ মিছিল নিয়ে মঞ্চের সামনে এসে কেন্দ্রীয় নেতাদের ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা বসার চেয়ার হাতে নিয়ে নিজেদের রক্ষা করেন। মঞ্চে বসা কেন্দ্রীয় নেতা ও জেলা আওয়ামী লীগের সভাপতিসহ সবাইকে ইটপাটকেল থেকে রক্ষা করতে চেয়ার দিয়ে ইটপাটকেল ফেরাতে এগিয়ে আসে নেতাকর্মীরা। পরে পুলিশ এসে তাদের মঞ্চে থেকে নামিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়।
মঞ্চে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।