Logo
×

Follow Us

জেলার খবর

সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ১৬:১১

সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা মাইন। ছবি: কক্সবাজার প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

আজ বুধবার (১৬ নভেম্বর) ভোরে নাইক্ষ্যংছড়ি সদরের ফুলতলি সীমান্ত এলাকার ৪৬-৪৭ পিলারের মধ্যবর্তী মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মুহাম্মদ বেলাল। তিনি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া হাজির পাড়ার আবদুল হাকিমের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে বেলাল মিয়ানমারের কয়েক কিলোমিটার ভেতরে গরু আনতে যান। এসময় মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার একটি পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার বলেন, মাইন বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন। তিনি এখন কক্সবাজারে একটি হাসপাতালে চিকিৎসাধীন।

তবে বিকেল ৩টা পর্যন্ত আহত বেলালকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়নি বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল কর্মকর্তা আশিকুর রহমান।

স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে মিয়ানমার ভূখণ্ডে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে জানা যায় বেলাল মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করা হয়।

ইউপি চেয়ারম্যান নুরুল আবছার জানান, বেলাল এর আগেও ইয়াবা নিয়ে বিজিবির হাতে আটক হয়েছিলেন।

স্থানীয়রা জানান, বেলাল মাদক কারবারি চক্রের সদস্য। এর আগেও সীমান্ত থেকে ইয়াবা পাচারের সময় তাকে হাতেনাতে আটক করে বিজিবি। জেল থেকে বের হয়ে আবারো ইয়াবা কারবারে জড়িত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে জানতে নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহাকে ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

কয়েক মাস ধরে নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকঢালা, আশারতলী, ফুলতলী, কম্বনিয়া, জামছড়ির কয়েকটি পয়েন্ট দিয়ে প্রশাসনের চোখ এড়িয়ে মিয়ানমারের চোরাই পথে গরু আর ইয়াবা নিয়ে আসার খবর পাওয়া যাচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫