সিলেটের পর মৌলভীবাজারেও পরিবহন ধর্মঘটের ডাক

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ২৩:২৯

পরিবহন ধর্মঘট। ছবি: ফাইল
সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে মৌলভীবাজারে দুই দিনের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। যা আগামী শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আজ বুধবার (১৬ নভেম্বর) রাতে মৌলভীবাজার বাস-মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদ সমিতির প্যাডে লিখিত আকারে এই ঘোষণা দেন।
রশিদ উদ্দিন আহমদ জানান, সিএনজি অটোরিকশার নতুন রেজিস্ট্রেশন বন্ধ, সিএনজি অটোরিকশার সামনের গ্লাসে গ্রিল লাগানো, ব্যাটারিচালিত অবৈধ টমটম চলাচল বন্ধ, ট্রাক, লরি, পিকআপ, কাভার্ড ভ্যান গাড়ির চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধসহ মৌলভীবাজারে একটি স্থায়ী ট্রাক স্ট্যান্ড নির্মাণের দাবিতে আগামী ১৮ নভেম্বর সকাল ৬টা থেকে ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত মৌলভীবাজার জেলার সব রোডে বাস-মিনিবাস ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকা থাকবে।
এদিকে আগামী শনিবার (১৯ নভেম্বর) সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস-মিনিবাস মালিক সমিতি।