Logo
×

Follow Us

জেলার খবর

টাঙ্গাইলে মওলানা ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ১১:০২

টাঙ্গাইলে মওলানা ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পুস্পস্তবক অর্পণের সময় তোলা ছবি। ছবি: প্রতিবেদক

টাঙ্গাইলে নানা আয়োজনে পালিত হচ্ছে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী। 

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে পৌর শহরের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ এবং মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডক্টর ফরহাদ হোসেন।

এরপর মওলানা ভাসানীর পরিবার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থী, টাঙ্গাইল প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও মওলানা ভাসানীর ভক্ত অনুসারীরা মাজারে পুস্পস্তবক অর্পণ এবং মোনাজাত করেন।

দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল, ওরশ, দুঃস্থদের মাঝে খাবার বিতরণসহ আরো বিভিন্ন আয়োজন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫