Logo
×

Follow Us

জেলার খবর

সিলেটে থ্রিজি-ফোরজি সেবা বন্ধের ‘নির্দেশ’

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২, ১১:৩৬

সিলেটে থ্রিজি-ফোরজি সেবা বন্ধের ‘নির্দেশ’

বিটিআরসির নির্দেশে সিলেটে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ থাকবে। ছবি: সংগৃহীত

সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে আজ শনিবার (১৯ নভেম্বর) বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এর মধ্যেই সিলেটে আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়টি নিশ্চিত করেছে।

সমাবেশস্থল থেকে নাম প্রকাশে এক বিএনপিকর্মী জানান, আজ সকাল সাড়ে ৯টা থেকে মোবাইল ইন্টারনেটে বেশ ধীরগতি পাচ্ছি। দুইটি অপারেটর দিয়ে চেষ্টা করেও একই ফল পাচ্ছি।

উল্লেখ্য, এর আগেও গত ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির গণসমাবেশের দিন সেখানে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশ দেয় বিটিআরসি। এ ছাড়াও, গত ২২ অক্টোবর বিএনপির সমাবেশের দিন খুলনা সিটি করপোরেশন এলাকায় প্রায় ৫ ঘণ্টা মোবাইল ইন্টারনেটে ধীরগতি ছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫