Logo
×

Follow Us

জেলার খবর

বরিশালে দুই রেস্টুরেন্টকে ৭৫ হাজার টাকা জরিমানা

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ১৮:৪৫

বরিশালে দুই রেস্টুরেন্টকে ৭৫ হাজার টাকা জরিমানা

ভেজাল বিরোধী অভিযান। ছবি: বরিশাল প্রতিনিধি

বরিশাল নগরীর সিএন্ডবি রোড এবং নথুল্লাবাদ এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় ওই এলাকার দুটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

আজ বুধবার (২৩ নভেম্বর) বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাসের নেতৃত্বে মোবাইল কোর্ট এই অভিযান পরিচালনা করে।

জেলা প্রশাসনের মিডিয়া সেলে জানানো হয়েছে, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নির্দেশে সিএন্ডবি রোড এবং নথুল্লাবাদের তাওয়া রেস্টুরেন্ট ও আল্লাহর দান হোটেলে ভেজাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ, মূল্য ও সেবার মানে অসংগতির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এরমধ্যে আল্লাহর দান হোটেলকে ৫৫ হাজার এবং তাওয়া রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্টে প্রসিকিউসন করেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে র‌্যাব-৮ এর একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫