সম্পত্তির জন্য বাবাকে মানসিক হাসপাতালে পাঠানোর অভিযোগ

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ২১:৩৮

ভুক্তভোগী আব্দুল আজিজ শেখ। ছবি: পাবনা প্রতিনিধি
সম্পত্তির আত্মসাতের উদ্দেশ্যে বৃদ্ধ বাবাকে বেসরকারি মানসিক হাসপাতালে ভর্তির অভিযোগ উঠেছে তার দুই ছেলের বিরুদ্ধে। পুত্র ও পুত্রবধূ বৃদ্ধ পিতার কোনো দায়িত্ব পালন না করে উল্টো তার উপর একাধিকবার অমানবিক নির্যাতন করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সেই বৃদ্ধ। ছেলেদের এমন অমানবিক আচরণে ক্ষুব্ধ ভুক্তভোগীর মেয়েসহ স্থানীয়রা।
বলছি পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গোরস্থান পাড়া গ্রামের আব্দুল আজিজ শেখের কথা। দুই ছেলে ও তিন মেয়ের জনক বৃদ্ধ আজিজ শেখ। বৃদ্ধ পিতার ভরণপোষণের দায়িত্ব না নিলেও পুত্র ও পুত্রবধূরা বিভিন্ন সময় বৃদ্ধ আজিজ শেখকে সম্পত্তি লিখে দিতে চাপ প্রয়োগ করতে থাকে। সম্প্রতি আজিজ শেখ তার নিজ জায়গার একটি গাছ কাটতে গেলে দুই পুত্র আবুল হোসেন ও আবুল কাসেম বাধা দেয়। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষুব্ধ আজিজ শেখ গাছসহ জমি বিক্রির হুমকি দিয়ে মেয়ের বাড়িতে চলে যান। আর এতেই বাঁধে বিপত্তি। পরবর্তীতে মেয়ের বাড়ি থেকে আজিজ শেখকে গত ১৪ নভেম্বর দুই ছেলে জোরপূর্বক নিয়ে এসে পাবনা সদরে একটি বেসরকারি মানসিক নিরাময় কেন্দ্রে ভর্তি করে। তারপর থেকে সেখানেই অবস্থান করছেন অসহায় এই বৃদ্ধ। এতো কিছুর পরেও ছেলেদের প্রতি কোনো অভিযোগ নেই অসহায় এই পিতার।
এ বিষয়ে স্থানীয় মো. ইসলামের সাথে কথা বলে জানা যায়, তিনি এলাকায় শান্তশিষ্ট ও নিতান্তই ভালো মানুষ হিসেবে পরিচিত। আজিজ শেখ নিয়মিত নামাজ আদায় করেন স্থানীয় মসজিদে।
তার মেয়ে আয়সা খাতুন জানান, আমার বাবা পাগল না। সম্পদ আত্মসাৎ করতেই ছেলেরা এমনটি করেছেন বলে মনে করছি। পিতার প্রতি অবিচারের প্রতিবাদ করায় আমার ভাইয়েরা প্রতিনিয়ত ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। আমরা দ্রুত বাবাকে উদ্ধারের দাবি করছি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।
সরেজমিনে বৃদ্ধ আজিজের বাড়িতে গিয়ে দেখা পাওয়া যায় তার ছেলে আবুল হোসেনের তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার বাবার মাথায় সমস্যা হয়েছে। গাছ ও জমি বিক্রির হুমকি দিয়ে মেয়ের বাড়িতে চলে গেছে। বাবা আগে ভালো ছিল বর্তমানে তার মাথায় ব্যাপক সমস্যা হয়েছে। আমার স্ত্রীকে বিভিন্ন সময় মারধর করে এবং আমাকে মারার জন্য দা বানিয়ে নিয়ে এসেছে। পরে আমরা সবাই মিলে তাকে পাবনা মানসিক হাসপাতালে নিয়ে ভর্তি করে রেখে এসেছি। আমার বোনরা আমাদের সাথে ঝামেলা করার জন্য আপনাদের এই কথা বলেছে।
এ বিষয়ে গয়েশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই জানান, আজিজের ছেলেরা আমার কাছে আসছিলো। তাদের পরিবারের সদস্যদের ডেকে ঘটনা জানবো।