Logo
×

Follow Us

জেলার খবর

নির্বাচন কমিশনাররা মেরুদণ্ডহীন: কাদের সিদ্দিকী

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ২২:৫৫

নির্বাচন কমিশনাররা মেরুদণ্ডহীন: কাদের সিদ্দিকী

সমাবেশে বক্তব্য রাখছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি: টাঙ্গাইল প্রতিনিধি

বর্তমানে যারা নির্বাচন কমিশনে রয়েছেন, তারা মেরুদণ্ডহীন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

আজ বুধবার (২৩ নভেম্বর) বিকেলে স্থানীয় ডাকবাংলো চত্বরে উপজেলা কৃষক শ্রমিক জনতালীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির তিনি এ কথা বলেন।

১৯৯৯ সালের ১৫ নভেম্বর টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপ-নির্বাচনে জনগণের ‘ভোটের অধিকার হরণের’ প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আজকালের নির্বাচন কমিশনাররা মেরুদণ্ডহীন। এখন তারা ক্যামেরা ব্যবহার করেন। গাইবান্ধায় ক্যামেরা ব্যবহার করেছেন। তারা ঢাকায় বসেই ভোটচুরি দেখছেন। এখন সবখানেই চোরের কারবার হয়ে গেছে।

তিনি বলেন, ১৯৯৯ সালের ১৫ নভেম্বর আওয়ামী লীগ সরকার এমন ভোট চুরি করেছিল, ভোটের আগের রাতেই ৪০ হাজার ভোট বাক্সে ভরে রেখেছিল। সেদিন তারা ভোটে জিতে নাই। চারটি কেন্দ্রের ১৬ হাজার ভোট বাকি রেখেই ভোটগ্রহণ বন্ধ করা হয়েছিল।

বন বিভাগকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, সখীপুরের সাধারণ মানুষকে বন বিভাগ নোটিশ দিয়েছে বলে শুনেছি। তাদের নাকি জমি ছেড়ে দিতে হবে। যাদের বাড়িঘর আছে, কবর আছে, যারা ধান ফলায়, পাট ও সবজি চাষ করে, তাদের এক ইঞ্চি জমিতেও যদি বন বিভাগ খবরদারি করতে যায়, তাহলে তাদের সখীপুর থেকে তাড়িয়ে দেওয়া হবে। তাদের এক মূহূর্তও এখানে থাকতে দেওয়া হবে না।

ডাকবাংলো চত্বরে আব্দুস ছবুর খানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন- কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবীবুর রহমান খোকা বীরপ্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, দুলাল মাস্টার, আলমগীর সিদ্দিকী, আশিক জাহাঙ্গীর, আবু জাহিদ রিপন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫