Logo
×

Follow Us

জেলার খবর

কোটচাঁদপুরে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার জয়

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২, ১৮:৩১

কোটচাঁদপুরে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার জয়

কোটচাঁদপুরে আয়োজিত খেলার ব্রাজিল ও আর্জেন্টিনা দল। ছবি: প্রতিবেদক

কাতার ফুটবল বিশ্বকাপে না কোটচাঁদপুর কেএমএইচ ডিগ্রি কলেজ মাঠে মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল দল। এসকেএফ ফার্মাসিউটিক্যালসের আয়োজনে আজ শনিবার (২৬ নভেম্বর) বিকেলে এ খেলাটি অনুষ্ঠিত হয়। এ ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা ফুটবল দল।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, আজ শনিবার বিকেল ৩টার সময় কোটচাঁদপুর কেএমএইচ ডিগ্রি কলেজ মাঠে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি অনুষ্ঠিত হয়। 

খেলায় কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। আর খেলাটি অনুষ্ঠিত হয় এসকেএফ ফার্মাসিউটিক্যালসের ইসোরাল মাপর্স ও অস্টোক্যাল জে আরের সৌজন্যে।

জানা গেছে, খেলার নির্ধারিত সময় পার হয় গোল শূন্য অবস্থায়। পরে খেলাটি ট্রাইবেকারে মীমাংসিত হয়। খেলায় জয় পেয়েছে আর্জেন্টিনা ফুটবল দল।

পরে জয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ।

এসময় কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালট্যান্ট রাইসুল ইসলাম জুয়েল, আবাসিক মেডিকেল অফিসার কৃষ্ণ কমল পাল সাগর, মেডিকেল অফিসার রাজিয় সুলতানা,  এসকেএফ ফার্মাসিউটিক্যালসের এ এস এম টিপু সুলতান, এফ এম রঞ্জু রায়, সিনিয়র এম এস ও রুহি দাস সাহা ও সাইদুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫