Logo
×

Follow Us

জেলার খবর

মহেশখালীতে ডিভাইসযুক্ত পাখি উদ্ধার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২, ১৬:১৩

মহেশখালীতে ডিভাইসযুক্ত পাখি উদ্ধার

মহেশখালীতে উদ্ধারকৃত ডিভাইসযুক্ত পাখি। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে দুই মাসের ব্যবধানে আবারো ডিভাইসযুক্ত একটি পাখি উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৩ ডিসেম্বর) বিকালে কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার একটি চিংড়ি ঘের থেকে পাখিটি উদ্ধার করা হয়।

পাখিটি উদ্ধারকারী শফিউল আলম জানান, ঘটিভাঙ্গা এলাকার খালে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পিঠে ডিভাইস বাঁধা পাখিটি দেখতে পান। পাখিটিকে অপেক্ষাকৃত দুর্বল মনে হলে ধরে বাড়িতে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে মহেশখালী গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা পাখিটি বন বিভাগের হেফাজতে নেন।

মহেশখালী গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা আনিসুর রহমান বলেন, পিঠে ডিভাইসযুক্ত পাখিটি উদ্ধার করার পর জানা গেছে ঢাকার মো. সাইম নামের এক বিজ্ঞানী পাখিটিতে ডিভাইস ব্যবহার করেছেন। ডিভাইসটি খুলে পাখিটি ছেড়ে দেওয়া হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর মহেশখালীর ধলঘাটা ইউনিয়নে পিঠে ডিভাইস লাগানো আরো একটি পাখি পাওয়া গেছে। পাখিটি বন বিভাগ উদ্ধার করলেও পরে সেটি মারা যায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫