
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উদ্ধারকৃত ঔষধ। ছবি: পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় অনুমোদনহীন ভেজাল ও যৌন উত্তেজক ঔষধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও যৌন উত্তেজক ঔষধ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
অনুমোদহীন ভেজাল ও যৌন উত্তেজক ঔষধ তৈরির দায়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হুসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
জানা যায়, উপজেলার পৌর সদরের মাস্টার পাড়া মহল্লায় প্রায় ১০ বছর যাবত অনুমোদনহীন এই যৌন উত্তেজক ঔষধ তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত করে আসছে লাইসেন্সবিহীন রেজা আয়ুর্বেদিক ল্যাবরেটরিস। এমন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হুসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় অনুমোদন বিহীন যৌন উত্তেজক ঔষধ জব্দ করে ধ্বংস করা হয়। অনুমোদনহীন যৌন উত্তেজক ঔষধ তৈরির দায়ে প্রতিষ্ঠানটির মালিক রেজাউল করিম বাবু না থাকায় তার স্ত্রী হাসি খাতুনকে জরিমানা করেন।
অভিযানে উপস্থিত ছিলেন- ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আল আলামিন ও ভাঙ্গুড়া থানার এস আই মো. মোস্তফা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, রেজা আয়ুর্বেদিক ঔষধালয় নামক এক কারখানায় অনুমোদনহীন যৌন উত্তেজক ঔষধ উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় ১০ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।