Logo
×

Follow Us

জেলার খবর

উখিয়ায় পুলিশ-সন্ত্রাসী গুলি বিনিময়, ২ রোহিঙ্গা নিহত

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ১১:৫৭

উখিয়ায় পুলিশ-সন্ত্রাসী গুলি বিনিময়, ২ রোহিঙ্গা নিহত

উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির। ছবি: ফাইল

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে পুলিশের সাথে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। 

গতকাল শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে উখিয়া বালুখালী ক্যাম্পে এ ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের সদস্যদের ওপর হামলা চালায় আরসা সদস্যরা। এতে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় দুইজন রোহিঙ্গা সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তাদের মধ্যে একজন ক্যাম্প ৮-এর বলে জানা গেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী  জানান, ক্যাম্পে গুলি বিনিময়ের ঘটনায় দুইজন রোহিঙ্গা মারা গেছে।

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলেও জানান স্থানীয় পুলিশের এই কর্মকর্তা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫