Logo
×

Follow Us

জেলার খবর

রামুতে ব্রিটিশ যুগের পিলার উদ্ধার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ২২:০১

রামুতে ব্রিটিশ যুগের পিলার উদ্ধার

উদ্ধারকৃত ব্রিটিশ যুগের পিলার। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়ন থেকে ব্রিটিশ যুগের একটি পিলার উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে জোয়ারিয়ানালা ৩নং ওয়ার্ডের নন্দখালী গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জোয়ারিয়ানালা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নন্দখালী বড় পাড়ার আজিজুর রহমানের বাড়ির পাশে স্থানীয় আবদুল্লাহ নামে এক ব্যক্তি প্রথমে পিলারটি  দেখতে পান। এর পর এলাকাবাসী খবর পেয়ে পিলারটি দেখতে ভিড় জমান, পরে খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে। 

স্থানীয় চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স বলেন, বসতবাড়ির মাটিতে ব্রিটিশ যুগের একটি আশ্চর্যজনক বস্তু দেখা গেছে জেনে বিষয়টি পুলিশকে অবগত করি, পরে পুলিশ এসে বস্তুটি উদ্ধার করে। এরপর জানা যায় এটি ব্রিটিশ যুগের একটি পিলার। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫