নোয়াখালীতে জামায়াতের গণমিছিলে পুলিশি বাধার অভিযোগ, গ্রেপ্তার ১৯

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ১৮:১৬

মাইজদীতে জামায়াতে ইসলামীর গণমিছিল। ছবি: সংগৃহীত
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে জামায়াতে ইসলামীর গণমিছিলে পুলিশি বাধার অভিযোগ উঠেছে।
এসময় পুলিশের হামলায় ও গুলিতে ৩০ নেতাকর্মী আহত ও ১৯ জনকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন ফারুক।
আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকল ৯টার দিকে জেলা জামায়াতের উদ্যেগে আয়োজিত তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, রাজবন্দীদের মুক্তিসহ ১০ দফা দাবির গণমিছিলে এ ঘটনা ঘটে।
এ দিকে জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার ও জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন ফারুক পুলিশের হামলা ও গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেপ্তারদের মুক্তির দাবি জানান।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, ১৯জন জামায়াতের নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গুলি চালানোর বিষয়টি নাকচ করে বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি চালায়। জামায়াতের নেতাকর্মী উল্টো পুলিশের ওপর ককটেল হামলা চালায়।