তেলবাহী জাহাজ ডুবে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

ভোলা প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ১৩:৩৫

ভোলায় ডুবে যাওয়া জাহাজের তেল ছড়িয়ে পড়ছে মেঘনার বিস্তীর্ণ এলাকায়। ছবি: ভোলা প্রতিনিধি
ভোলায় ডুবে যাওয়া জাহাজের তেল ছড়িয়ে পড়ছে মেঘনার বিস্তীর্ণ এলাকায়। তেলের ঝাঁজালো গন্ধের কারণে জেলেরা নদীতে থেকে মাছ শিকার করতে পারছে না। তেল ছড়িয়ে পড়ায় মেঘনার বিশাল একটা এলাকার পানি দূষিত হয়ে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশ কর্মীরা। তবে বিপর্যয়ের হাত থেকে পরিবেশ রক্ষায় স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম থেকে তেল নিয়ে চাঁদপুর যাওয়ার পথে ঘন কুয়াশার কবলে পড়ে অপর একটি জাহাজের ধাক্কায় ডুবে যায় লাইটার জাহাজ সাগর নন্দিনী-২। জাহাজটিতে থাকা ১১ লাখ ৩৪ হাজার লিটার অকটেন ও ডিজেলের অনেকটাই ছড়িয়ে পড়েছে মেঘনায়। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলেরা। তেলের কারণে তারা নৌকা ও জাল নিয়ে নদীতে টিকতে পারছেন না। ডুবে যাওয়া জাহাজটির আশেপাশের এলাকার বহু জেলের মাছ শিকার বন্ধ রয়েছে। তেলের গন্ধ ছড়িয়ে পড়েছে নদীতীরের গ্রামগুলোতেও। এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশ কর্মীরা।
স্থানীয় নান্নু হাওলাদার বলেন, নদীতে যে পরিমাণ তেল ছড়িয়ে পড়েছে এতে মাছের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।
ভোলার তুলাতুলি ঘাটের জেলে ইসরাফিল মাঝি জানিয়েছেন, নদীতে তেল ছড়িয়ে পড়াতে তেলের ঝাঁজ ও গন্ধে তারা নদীতে মাছ শিকার করতে পারছেন না। এজন্য নৌকা ও ট্রলার নিয়ে তারা ঘাটে অবস্থান করছেন।
ভোলার পরিবেশবিদ অ্যাডভোকেট নজরুল হক অনু জানিয়েছেন, ইতোমধ্যে যে পরিমাণ তেল ছড়িয়ে পড়েছে তা জীববৈচিত্র্য এবং জেলেদের জীবনে বিরূপ প্রভাব ফেলছে। তাই খুব দ্রুত এই সমস্যা সমাধানের দাবিও করেছেন তিনি।
তবে কোস্টগার্ড দক্ষিণ জোনের কর্মকর্তা লেফটানেন্ট রিদম জানিয়েছেন, ছড়িয়ে পড়া তেলের পরিমাণ খুব কম এবং তেল যেনো নদীতে ছড়িয়ে পড়ে জীববৈচিত্র্যে কোনো প্রভাব ফেলতে না পারে সেজন্য ল্যামার সংযোজিত অত্যাধুনিক বোট ব্যবহার করছেন তারা। এছাড়া ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, যাতে পরিবেশ বিপর্যস্ত না হয় সেজন্য জেলা পুলিশ, নৌ-পুলিশ ও কোস্টগার্ডসহ স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে। আগামীকালের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা তার।
তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ এর এই দুর্ঘটনায় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের অন্তত ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।