Logo
×

Follow Us

জেলার খবর

পুঠিয়ায় ভেজাল প্রসাধনী কারখানায় অভিযান, গ্রেপ্তার ১

Icon

পুঠিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ১৫:০৩

পুঠিয়ায় ভেজাল প্রসাধনী কারখানায় অভিযান, গ্রেপ্তার ১

ভেজাল প্রসাধনী কারখানায় অভিযান। ছবি: পুঠিয়া প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় একটি ভেজাল প্রসাধনী কারখানায় অভিযান চালিয়েছেন জেলা ডিবি পুলিশ। অভিযানে ওই কারখানা থেকে নকল প্রসাধনী বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এসময় কারখানার মালিক মমিনুল ইসলামকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃত মমিনুল ইসলাম দূর্গাপুর উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের নহিরউদ্দিনের ছেলে।

গতকাল রবিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বানেশ্বর বালিয়াঘাটি এলাকায় এ অভিযান চলে।


গোয়েন্দা শাখার  ইন্সপেক্টর আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা জানতে পারে যে, বালিয়াঘাটি গ্রামের এক বাসায় নকল প্রসাধনী তৈরির কারখানা গড়ে উঠেছে। পরে গতকাল সন্ধ্যায় উক্ত কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ভেজাল প্রসাধনী সামগ্রী তৈরির মেশিন, কেমিক্যাল, বিপুল পরিমাণে ক্রিম, লতা হারবালসহ  বিভিন্ন কোম্পানির নকল খালি মোড়ক ও ক্রিম তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ক্ষতিকারক উপকরণসহ একজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পুঠিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫