নেত্রকোনায় শিশুদের কল্যাণে চিত্র প্রদর্শনী

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ১৭:২৬

মিতালী সংঘের হল রুমে আদ্যক্ষর আয়োজিত চিত্র প্রদর্শনী। ছবি: নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা শহরের মোক্তাপাড়াস্থ মিতালী সংঘের হল রুমে দুঃস্থ শিশুদের কল্যাণে আদ্যক্ষর আয়োজিত তিন দিনব্যাপী ‘আদ্যক্ষর চিত্র প্রদর্শনী’ আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে।
আদ্যক্ষর চিত্র প্রদর্শনীর আহবায়ক তৃণিষা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মহীন্দ্র সরকার।
বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, কার্টুনিস্ট বিপুল শাহ, সাবেক প্রধান শিক্ষক অরুণ সরকার, এটিএম আজাদ পিন্টু, আলপনা বেগম এবং শিল্পী সোহেল ফকির।
বিভিন্ন শিল্পীর আঁকা ৩০টি ছবি নিয়ে প্রদর্শনী শুরু হয়েছে। এই সমস্ত ছবি বিক্রয়ের অর্থ দুঃস্থ শিশুদের সহায়তা করা হবে বলে জানিয়েছেন আদ্যক্ষরের আহবায়ক।