Logo
×

Follow Us

জেলার খবর

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২, ১১:২৩

সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ফেরি চলাচল শুরু। ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে সাড়ে ৯ ঘণ্টা পর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

এর আগে রাত ১টার দিকে ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে কয়েকটি ফেরি।

এদিকে কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তের এক কিলোমিটার সড়কে আটকা পড়েছে বেশ কিছু যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। কয়েক ঘণ্টা বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে অল্প কিছু যানবাহন আটকা পড়েছে। এ রুটে ছোট-বড় ১১টি ফেরি চলাচল করছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫