মহালছড়িতে ৩৮ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি উন্মোচন

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৩, ১৮:০২

৩৮ ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মহালছড়িতে মনাটেক অরণ্য কুটিরে জন অর্থায়নে নির্মিত ৩৮ ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার (১ জানুয়ারি) সকালে অরণ্য কুটির প্রাঙ্গনে ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
মনাটেক এলাকার বাসিন্দা কদম মহন চাকমা বলেন, নিজেদের উদ্যোগে জন অর্থায়নে ৮০ লাখ টাকার ৩৮ ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি বানিয়েছি। আজকে নতুন বছরের প্রথমদিনে মূর্তি উৎসর্গ করেছি। এই উৎসর্গের মধ্যে দিয়ে সকল মানুষের শান্তি কামনা করেছি।
মনাটেক অরণ্য কুটিরের ভদন্ত পঞ্ঞা সিদ্দি থের জানান, বৌদ্ধ মূর্তি তৈরি করা এবং উৎসর্গ করা আমাদের ধর্মীয় গুরুত্ব। মুর্তি বানানোর পর, তা দান করি এবং পূজা করি। তাহলে বৌদ্ধের মতো জ্ঞানী হওয়া যায়। তাই আমরা এই কাজটি করে থাকি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের প্রাত্তন ছাত্র ও পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক বাবলু চাকমা ও নেলসন চাকমার শিল্প নন্দিত কারুকার্যে ধর্মীয় জ্ঞান আহরণে বৌদ্ধ মূর্তির ভাস্কর্যটি তৈরি করেন।