Logo
×

Follow Us

জেলার খবর

ঝিনাইদহ মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ে বই উৎসব

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৩, ২০:৫৪

ঝিনাইদহ মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ে বই উৎসব

নতুন বই পেয়ে ঝিনাইদহ মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উল্লাস। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

জাহেদী ফাউন্ডেশনের বিশেষ প্রতিষ্ঠান ঝিনাইদহ মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নতুন বই প্রদান করা হয়েছে। 

আজ রবিবার (১ জানুয়ারি) সকালে ঝিনাইদহ শহরস্থ বিদ্যালয় প্রাঙ্গণে এ বই উৎসব অনুষ্ঠিত হয়।

জানা যায়, সারাদেশের ন্যায় মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ের অটিজম শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, প্রাক্তন অধ্যক্ষ আমিনুর রহমান টুকুসহ বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত শিক্ষক, অভিভাবকসহ কর্মকর্তারা।

ঝিনাইদহ জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু জানান, জাহেদী ফাউন্ডেশনের অন্যতম বিশেষ প্রতিষ্ঠান মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়। তারা যে পরিবার বা সমাজের বোঝা নয় তা তারা প্রমাণ করছে।

তিনি যোগ করেন, ২০১১ সালে মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয় স্থাপিত হয়। বর্তমানে ১০৪ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছেন। ৩০ জন শিক্ষক ও কর্মকর্তারা নিয়মিত তাদের দেখভাল করছেন। জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুলের পরিকল্পনা বর্তমানে বিদ্যালয়টি অনাবাসিক হলেও ভবিষ্যতে আবাসিক করা হবে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উন্নত ও আধুনিক শিক্ষাগ্রহণের জন্য তিনি এ বছরেই প্রায় দেড় কোটি টাকার শিক্ষা উপকরণ প্রদান করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫