মোটরসাইকেলের ধাক্কায় দুদকের গাড়িচালক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ১৬:৪৬

কুষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়া। ছবি: সংগৃহীত
কুষ্টিয়ায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় শফিউল ইসলাম (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত শফিউল ইসলাম দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া কার্যালয়ে গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বগুড়ার গাবতলী উপজেলার নদীয়া গ্রামের রাজু মন্ডলের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহসড়কের চৌড়হাস ফুলতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল শফিউলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তখন রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।