Logo
×

Follow Us

জেলার খবর

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ১

Icon

প্রতিনিধি, কেরানীগঞ্জ

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯, ২০:০৫

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ১

কেরানীগঞ্জের চুনখুটিয়া এলাকায় একটি প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো ৩২ জন।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে চুনখুটিয়া এলাকার প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিজি সাজ্জাদ হোসেন জানান।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইফুল ইসলাম জানান, কারখানার ভেতর থেকে আনুমানিক ২৭ বছর বয়সী একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫