
কুড়িগ্রামে আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ২৪ বছর বয়সী ওই যুবক জেলার রৌমারী উপজেলার যাদুর চর ইউপির বাসিন্দা।
বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা চারজন হলো।
সিভিল সার্জন জানান, মঙ্গলবার ওই যুবকের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।
তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে বলেও জানান তিনি।