Logo
×

Follow Us

জেলার খবর

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২০, ০২:৩৬

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার ড্রিমওয়াল্ড পার্কের সামনে ঢাকাগামী লেনে সড়ক দূর্ঘটনায় দুই জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শনিবার (২০ জুন) রাত ১০টার দিকে গাড়ী চাপায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনায় আহত হন আরো একজন। 

এ খবর নিশ্চিত করেছেন ভালুকা ভরাডোবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) এস আই হাদিউল ইসলাম। 

নিহতরা হলেন- উপজেলার রাজৈ ইউনিয়নের জাকির হোসেন (২৫) ও কাইচান গ্রামের নজরুল ইসলামের ছেলে আশরাফুল আলম (২৭)। নিহত আশরাফুল মাষ্টারবাড়ী এলাকায় এসএমসি ফ্যাক্টরীতে চাকুরী করতেন। 

এস আই হাদিউল ইসলাম জানান, এ ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়েছেন। আহত হ্নদয়কে (২৩) প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সংকটাপন্ন হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহতদের লাশ ভালুকা ফাঁড়িতে রাখা হয়েছে এবং দূর্ঘটনা কবল মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫