Logo
×

Follow Us

বাংলাদেশ

আড়ায় ঝুলছিল একই পরিবারের ৩ জনের মরদেহ

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২০, ১১:৪৭

আড়ায় ঝুলছিল একই পরিবারের ৩ জনের মরদেহ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ঘরের ভেতর থেকে একই পরিবারের ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামের একটি বাড়ি মরদেহগুলো উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- ধানীসাফা গ্রামের অটোচালক আয়নাল হক হাওলাদার (৩৫), তার স্ত্রী খুকুমনি বেগম (২৫) এবং তাদের তিন বছর বয়সী মেয়ে আসফিয়া ইসলাম (৩)।

মঠবাড়িয়া থানার ওসি মাকসুদুজ্জামান মিলু জানান, আয়নাল হাওলাদারের বাড়ির উত্তর পাশে মাটিতে সিঁধ কাটা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিঁধ কেটে কেউ ঘরে ঢুকে তাদের হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে গেছে।

ওসি আরো বলেন, আমরা ঘটনাস্থলে আছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫