Logo
×

Follow Us

জেলার খবর

মাদ্রাসার শিক্ষার্থী নির্যাতনের ভিডিও ভাইরাল

Icon

সাভার প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৪

সাভারের আশুলিয়া এলাকায় মাদ্রাসায় পড়ুয়া এক শিক্ষার্থীকে মারধর করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

জানা যায়, গত শুক্রবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশুলিয়ার শ্রীপুরের নতুন নগর মথনেরটেক এলাকায় শিশু শিক্ষার্থী শরিফুল ইসলামকে (১৩) পিটিয়ে গুরুতর আহত করেন ওই মাদ্রাসার শিক্ষক ইব্রাহিম। এ সময় ওই শিক্ষক আরেক শিশু শিক্ষার্থী রাকিব হোসেনকে বেঁধে রেখে ভয়ভীতিও দেখান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাসা শিক্ষক এক শিক্ষার্থীকে বেঁধে রেখে অন্য এক শিশুকে বেত দিয়ে পেটাচ্ছেন। এ সময় শিশু শিক্ষার্থী তার পায়ে ধরলেও নির্যাতন থামেনি।

নির্যাতনের বিষয়ে অভিযুক্ত শিক্ষক ইব্রাহিমের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

ফেসবুকে শিক্ষার্থীকে মারধরের ভিডিও ভাইরাল হলে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫