Logo
×

Follow Us

জেলার খবর

উপজেলা পরিষদ নির্বাচনের আগেই প্রার্থীর মৃত্যু

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৪

উপজেলা পরিষদ নির্বাচনের আগেই প্রার্থীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের উপ-নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল (৪৮) ইন্তেকাল করেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে অংশ নেয়ার কথা ছিল তার।

পারিবারিক সূত্রে জানা যায় , গত রবিবার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর সঙ্গে নুরুল ইসলাম মন্ডলও উপস্থিত ছিলেন। কিন্তু সেখানে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সংকটাপন্ন অবস্থায় তাকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে সোমবার ভোর ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫